জবিতে স্নাতক ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।
ভর্তির সময় মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন। বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ৬ হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবেদন করেছেন।
মেধাতালিকাসহ বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
এসএন