সাস্টের গবেষণায় নৈতিকতা দেখভালের জন্য 'সাস্ট রিসার্স ইথিকস বোর্ড’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে গবেষণা ক্ষেত্রে ‘ওয়ার্কশপ অন ইথিক্যাল অ্যাপ্রুভাল (নৈতিকভাবে অনুমোদনের কর্মশালা)’ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে গবেষণার কার্যক্রমকে আমরা একটি নীতিমালার মধ্যে আনতে পেরেছি। এই প্রশিক্ষণে মাধ্যমে আপনারা গবেষণা নীতিমালা সম্পর্কে অবহিত হবেন। কারণ আপনাদেরকে গবেষণার ক্ষেত্রে অবশ্যই নৈতিকতার বিষয়টি গুরুত্ব প্রদান করতে হবে।’
উপাচার্য আরও বলেন, “গবেষণায় নৈতিকতার বিষয়টি দেখার জন্য ইতোমধ্যে আমাদের ‘সাস্ট রিসার্স ইথিকস বোর্ড’ গঠন করা হয়েছে।”
তিনি আরো উল্লেখ করেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার গবেষণা ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন সাস্টের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
‘
নৈতিকভাবে অনুমোদনের কর্মশালা’য় সভাপতি ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান।
কর্মশালাটি সঞ্চালনা করেছেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এম. মাহবুবুল হাকিম।
‘নৈতিকভাবে অনুমোদনের কমশালা’য় রিসোর্স পারসন ছিলেন অধ্যাপক ড. এ. জেড. এম. মঞ্জুর রশীদ এবং সাস্টের আইকিউএসি অতিরিক্ত পরিচালক এবং সহযোগী অধ্যাপক এম. ইশরাত ইবনে ইসমাইল।
২ নভেম্বর, বুধবার, দুইদিনের এই প্রশিক্ষণের শেষ দিন গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার ছিল।
শেষদিন সাস্টের ‘স্কুল অব লাইফ সায়েন্সেস’, ‘স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস’ এবং ‘স্কুল অব ম্যানেজমন্টে অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশন’-এই তিনটি অনুষদের বিভাগীয় অধ্যাপকরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ছবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সেরা অধ্যাপক ও কিংবদন্তী লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
ওএফএস।