গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন
গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বেসরকারী উচ্চ শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর, বুধবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অনলাইনে যোগ দিয়েছেন-গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অন্যতম ট্রাস্টি, সিন্ডিকেট সদস্য এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় উন্নয়ন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও চিকিৎসা ব্যক্তিত্ব ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেছেন।
সিন্ডিকেট সভায় গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য-ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনসুর মুসা, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবউল্লাহ খোন্দকার, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ডীন অধ্যাপক এম. করম নেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুজীববিদ্যার অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ প্রমুখ অংশগ্রহণ করেছেন।
গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা ১২তম সভার কার্যবিবরণী, ২২তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে ২০২২-’২৩ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে অনুমোদন করেছেন।
ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় উন্নয়ন উপস্থাপনের জন্য সুপারিশ ও অনুমোদন করেছেন।
এই সভার কার্যবিবরণীগুলো ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)তেও প্রেরণ করা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।
লেখা : গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ওএফএস।