ঢাবিতে হবে ন্যানো প্রযুক্তি সেন্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিষ্ঠা হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানো প্রযুক্তি সেন্টার’ (DUNC)। যেটি হবে একটি আন্তঃএকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক বিশেষায়িত একটি গবেষণা প্রতিষ্ঠান।
চতুর্থ শিল্প বিপ্লব ও ন্যানোপ্রযুক্তির যুগে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানো প্রযুক্তি সেন্টার' (DUNC) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত রবিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা কিংবা কেঁটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া যায় ন্যানো প্রযুক্তি ব্যবহার করে।
কম্পিউটারের মেমোরি যেমন হার্ডডিস্ক-এর মেমোরি পরিসর বাড়াতে এবং এর আকার ছোট করার কাজে এ প্রযুক্তির ভূমিকা রয়েছে।
এমএমএ/