জবির শাটল ট্রিপে বাড়ছে বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় শাটল ট্রিপে যুক্ত হচ্ছে আরেকটি বাস। একতলা বিশিষ্ট বাসটি আগামী বুধবার (২ নভেম্বর) থেকে চলাচল করবে।
সোমবার (৩১ অক্টোবর) রাতে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী বুধবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা বাস (ঢাকা মেট্রো-স-১৪ ০১৮২) এবং দ্বিতল বাস (ঢাকা মেট্রো-স-১৪-০২০৩) যানবাহন দুটি পরীক্ষামূলকভাবে দুপুর ১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতল বাসটি জবি ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, মতিঝিল, কমলাপুর, টিটিপাড়া, খিলগাঁও রেলগেট, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, কাকরাইল, গুলিস্থান হয়ে আবার জবি ক্যাম্পাসে আসবে।
শাটল ট্রিপে নতুন যুক্ত হওয়া বাসটি জবি ক্যাম্পাস থেকে গুলিস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় (দোয়েল চত্ত্বর), ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি), শাহবাগ মোড় হয়ে আবার জবি ক্যাম্পাসে আসবে।
এর আগে শিক্ষার্থীদের চাহিদা বেশি থাকায় শাটল ট্রিপের একমাত্র দ্বিতল বাসটিতে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে চলাচল করছিল। এতে ঝুঁকি থাকায় শিক্ষার্থীরা বাসবৃদ্ধির দাবি জানায়।
এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, ড্রাইভারের মাধ্যমে জেনেছি শাটল ট্রিপে ৮০ সিটের বাসটিতে ২৫০ জনের অধিক শিক্ষার্থী যাতায়াত করে। আমাদের পুরাতন একটি বাস ঠিক হয়েছে। শিক্ষার্থীদের সুবিধায় মেরামত হওয়া বাসটি শাটল ট্রিপে যুক্ত হচ্ছে।
উল্লেখ্য, বাসটি দীর্ঘদিন সামাজিক বিজ্ঞান ভবনের সামনে পড়ে ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেটি মেরামত করা হয়।
আরএ/