গবেষণা কেন ও কিভাবে করতে হয়?
বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে গবেষণা অত্যাবশকীয় কর্ম। মেধাবী শিক্ষার্থীদের এই কাজে পারদর্শী করে গড়ে তুলতে কাজ করেছেন তারা।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভাসিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি (বিএসএমআরএসটিইউআরএইচএস)’।
তাদের উদ্যোগে ‘রিসার্চ মেথডলজি অ্যান্ড পেপার রাইটিং বা গবেষনার পদ্ধতি ও লেখার কৌশল’ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একশর বেশি ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করেছেন।
২৯ অক্টোবর, শনিবার অ্যাকাডেমিক ভবনের ৯শ ২ নম্বার রুমে আয়োজনটি করেছেন তারা।
ছাত্র, ছাত্রীদের নানা বিষয়ের গবেষণা ধারণা, প্রক্রিয়া ও গবেষণাপত্রগুলো সাধারণভাবে লেখা ও প্রকাশ সম্পর্কিত বিষয়াবলী আলোচনা করেছেন পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগীয় সভাপতি অধ্যাপক এম. রাজিব হোসেন, পরিসংখ্যানের সহকারী অধ্যাপক ড. মো. মতিউর রহমান, ফার্মাসির সহকারী অধ্যাপক এম. তরিকুল ইসলাম।
ঢাকাপ্রকাশের প্রতিনিধি বিশেষভাবে সেমিনারের প্রথম পর্বে ‘বেসিকস অব রিসার্চ মেথডলজি’র কথা বলেছেন। এই অংশটি পরিচালনা করেছেন পরিসংখ্যানের সহকারী অধ্যাপক ড. মো. মতিউর রহমানের আলোচনার কথা উল্লেখ করেছেন। ড. মতিউর রহমান শিক্ষার্থীদেরকে কেন গবেষণা করতে হয়, কীভাবে করতে হয়, সাধারণভাবে গবেষণার প্রাথমিক ধাপগুলো কী, কী এবং যেকোনো গবেষণার ক্ষেত্রে কোন, কোন বিষয়াবলী অনুসরণ করতে হয় আলোচনা করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভাসিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটির এই সেমিনারের দ্বিতীয় পর্ব হয়েছে। সেখানে ‘হাউ টু রাইট অ্যা রিসার্চ পেপার’ আলোচনা করেছেন ফার্মাসির সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম। তিনি ছাত্র, ছাত্রীদের নানা ধরণের গবেষণাপত্র, সাধারণভাবে বিষয়বস্তু কী, কী হতে পারে এবং সেগুলো কীভাবে লিখতে হয় হাতে-কলমে লিখিয়েছেন।
সেমিনার শেষে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তমালিকা মন্ডল বলেছেন, ‘যেকোনো ছাত্র, ছাত্রীর বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা জীবনে একাডেমিক পড়ালেখায় গবেষণার গুরুত্ব অপরিসীম। উচ্চতর স্তরে পড়ালেখা করতে এসে ছাত্র, ছাত্রীরা যদি রিসার্চই করতে না পারে তাহলে তারা অন্যদের থেকে আলাদা ও বিশেষ মেধাসম্পন্ন হবে কীভাবে? তাই নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্যও আজকের সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’
ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্র তুহিন আহমেদ সজীব বলেছেন ‘আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভাসিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি (বিএসএমআরএসটিইউআরএইচএস)কে অসংখ্য ধন্যবাদ। কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে কখনো এমন সেমিনারের আয়োজন করা হয়নি। এই প্রথম আমরা এমন একটি সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি।”
ওএফএস।