ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০টি আসন আছে
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কুষ্টিয়ার সরকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ২০২১-‘২২ শিক্ষাবর্ষে কোটা বাদে মোট ২ হাজার ২০টি আসন আছে।
ভর্তির আবেদন জমা পড়ছে মোট ৪২ হাজার ৪শ ২৯টি।
প্রতি আসনে এই বিশ্ববিদ্যালয়ের জন্য এইচএসসি পাশ করা ২১ জন ছাত্র, ছাত্রী পরীক্ষা দিয়েছেন।
তাদের আবেদনের মধ্য থেকে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গিয়েছে।
আইসিটি সেল সূত্রে আরো জানা গিয়েছে, এই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৫শ ৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩শ ৪৩টি।
‘বি’ বা মানবিক ইউনিটের ১ হাজার ২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮শ ৭০টি আবেদন জমা পড়েছে।
এই ভতির আবেদনের মধ্যে ‘সি’ ইউনিটের ৪ শ ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২শ ১৬টি আবেদন রয়েছে।
গুচ্ছভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতিজন শিক্ষার্থী মেধাক্রম অনুসারে তার বিশ্ববিদ্যালয় ও মেধাক্রমে বিষয় নির্বাচন করবেন।
তার প্রাপ্ত নম্বর অনুযায়ী তিনি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী আসন খালি থাকলে আবার আবেদনের সুযোগ পাবেন।
তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি আবেদনের সুযোগ পাবেন কি না সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। সে সম্ভাবনা অবশ্য নেই।
ওএফএস।