জবিতে ৩য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট শিল্প পৃষ্ঠপোষক প্রকৌশলী ময়নুল আবেদিন, বিশ্ববিদ্যালযয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ইমাম হোসেন।
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন আতিকুর রহমান এবং সম্মানসূচক পুরস্কার লাভ করেন নাঈম মৃধা, রাফিয়া জামান অসমিতা ও হৃদয় হোসেন।
প্রিন্টমেকিং বিভাগ থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন ফাইয়াজ হোসেন এবং সম্মানসূচক পুরস্কার লাভ করেন উম্মে তহমিনা জেরীফ মিশু, সুমাইয়া তাহরিন সৃজনী ও লিসি আজাদ।
ভাস্কর্য বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন, আশফিকুর রহমান এবং সম্মানসূচক পুরস্কার লাভ করেন পরমা দাস, নু মং প্রু মারমা, জয়িতা দাস এছাড়াও ফাউন্ডেশন কোর্স বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন রুদ্র সাহা ও শারমিন আক্তার হিমা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চারুকলা বিভাগ অনেক ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো দিবস এবং জাতীয় দিবসেও চারুকলা বিভাগ অবদান রাখছে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ইউজিসির সঙ্গে আলোচনা করেছি। খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ হতে যাচ্ছে।
এমএমএ/