বশেমুরবিপ্রবিতে দুই মাসে ১৫০ লিটার তেল চুরি হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিজস্ব বাসগুলো থেকে গত দুই মাসে দেড়শো লিটারের বেশি তেল চুরি হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতের প্রথম প্রহরে ১০ নাম্বার বাস থেকে ৮৭ লিটার তেল চুরি হয়েছে।
এরপর অনুসন্ধানে একের পর এক চাঞ্চল্যকর চুরির ঘটনাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে।
ফোনালাপে বশেমুরবিপ্রবি পরিবহন দপ্তরের পরিচালক হাসেম রেজা ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পরিবহনের ১৫০ লিটারের বেশি তেল চুরি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো থেকে সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্নভাবে এত বিপুল পরিমাণ তেল চুরি হয়েছে। আমি গত সেপ্টেম্বরে এই দায়িত্বে আসার আগে ১, ৩ ও ৭ নাম্বার বাস থেকে বিভিন্ন সময়ে এত তেল চুরির ঘটনা নজরে এসেছে।’
হাসেম রেজা চুরি ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানান, ‘বিষয়টি মাত্রই আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ফলে আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দোষীদের বের করার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘পরিবহনের তেল চুরি হওয়ার বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। তদন্ত কমিটি গঠন শেষে তাদের রিপোর্ট অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে তেল ও গ্যাসের বিষয়ে দীর্ঘদিন ধরে নানা ধরণের গুঞ্জন হয়ে আসছে। এমনকি করোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকার সময় পরিবহন খাতে তেল, গ্যাস বাবদ ৫৫ লাখ ৫৯ হাজার টাকার হিসাব দেখানো হয়েছে।
ওএফএস।