ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের চতুর্থ আন্তর্জাতিক উৎসব
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) তাদের বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে ‘ফোর্থ ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’।
ডুমার এবারের শ্লোগান হলো ‘মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা’।
চতুর্থ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবটি শুক্রবার, ২১ অক্টোবর) শুরু হয়েছে, শেষ হয়েছে ২৩ অক্টোবর রবিবার।
এবারের উৎসবে অংশগ্রহণ করেছে-তুরস্ক, ইরান ও ভারতের দুইটি দল মানে মোট চারটি বিদেশী মূকাভিনয়ের দল।
বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দল- ‘থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ’, ‘সাইলেন্ট থিয়েটার’, ‘শ্রুতি মাইম অ্যান্ড থিয়েটার’, ‘গোল্লাছুট নাট্যদল’, ‘প্যান্টোমাইম মুভমেন্ট’, ‘দ্যা মামার্স’, ‘নাট্যভূমি’, ‘মনন মাইম থিয়েটার’, ‘জলছবি মাইম থিয়েটার’, ‘মাইম আর্ট (ঢাকা)’, ‘রংপুর পদাতিক’, ‘মিরর মাইম থিয়েটার’, ‘ঢাকা মাইম থিয়েটার’, ‘কক্সবাজার মাইম সোসাইটি’, ‘মাইম ফেস’, ‘থিয়েটার মুভমেন্ট ও ‘নাট্যতরী’ অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আয়োজনে।
মোট ১৭টি দেশী ও চারটি বিদেশী দল-২১টি দল অংশগ্রহণ করেছে মূকাভিনেতাদের অনন্য আয়োজনে।
টিএসসিতে প্রতিদিনের প্রধান শো হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল চত্বর, কলাভবন চত্বর, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই রোড শো হয়েছে।
আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক ছাত্র ও ছাত্রী হলে শো হয়েছে।
হয়েছে মূকাভিনয়ের আন্তর্জাতিক কর্মশালা, সেমিনার। আলোচক হিসেবে বরেণ্য মূকাভিনেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিল্পীরা অংশ নিয়েছেন।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের নিয়ে মূকাভিনয় শিক্ষা ও প্রতিযোগিতা হয়েছে।
ছিল দেশী-বিদেশী মূল্যবান মূকাভিনয়ের পোস্টার প্রদর্শনী।
২১ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধন করেছেন প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংস্কৃতর অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ এবং নাট্যদল ‘স্বপ্নদল’র প্রতিষ্ঠাতা ও মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন।
স্বাগত বক্তব্য দিয়েছেন ডুমা’র মডারেটর এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ফাদার অধ্যাপক ড. তপন ডি. রোজারিও।
সভাপতিত্ব করেছেন ‘ডুমা’ সভাপতি শাহ পরান শুভ্র।
তাদের আলোচনার পর মাইম প্রদর্শনী করেছে ‘ডুমা’।
এরপর থেকে ধারাবাহিকভাবে মাইম উৎসব চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
আলোচনায় স্বাগত বক্তব্য দিয়েছেন ডুমার সাবেক সভাপতি শাহরিয়ার শাওন।
সভপতি ছিলেন সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।
উৎসবের তৃতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অভিনেতা লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহান, অধ্যাপক ড. হাকিম আরিফ ও বাংলা কেমিক্যালের সিইও এম. এস. সিদ্দিকী।
স্বাগত বক্তব্য দিয়েছেন ডুমার মডারেটর ফাদার অধ্যাক ড. তপন ডি. রোজারিও।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)’র প্রতিষ্ঠাতা মীর লোকমান জানিয়েছেন, ‘আমাদের তিন দিনের আন্তর্জাতিক উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেশী ও বিদেশী দলগুলোর মূকাভিনয় প্রদর্শনী হয়েছে। টিএসসি এবং হলগুলোর শোগুলোর টিকিট মূল্য ৩০ ও ৫০ টাকা ছিল।’
২৩ অক্টোবর রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালেয়ের বরেণ্য অধ্যাপক এবং অতিথিরা।
মীর লোকমান বলেছেন, “২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ শ্লোগানকে নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। ১২ বছরে আমরা জাতীয় ও তিনটি আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব করেছি।”
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে প্রায় ৫শটি মূকাভিনয় প্রদর্শনী করেছে তাদের ডুমা।
পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গণেও। সুনাম কুড়িয়েছে অনেক।
আর্মেনিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতের মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়েছে দলটি।
‘ধারাবাহিকভাবে ডুমা চতুর্থ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের আয়োজন করেছে’, বলেছেন তিনি।
ওএফএস।