শাবিপ্রবি ছাত্রলীগের ২ কর্মীকে হল থেকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে মধ্যরাতে নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করে তার ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে ওই হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ৪১৮ নম্বর কক্ষের শিক্ষার্থী ও লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম তামিম এবং ২২৬ নম্বর কক্ষের বাসিন্দা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হাওলাদার। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তারেক হালিমি ও সুমন সরকারের অনুসারী।
শাহপরান হলের প্রাধ্যক্ষ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাদেরই হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই দুই শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকত। আমরা এটা নিয়ে কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বন ও পরিবেশ বিজ্ঞান (এফইএস) বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ ও একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, সহকারী প্রক্টর আবুহেনা পহিল, শাহপরান হলের সহকারী প্রাধ্যক্ষ কৌশিক সাহা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ ড. সুব্রত সরকার।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে তার ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এর আগে চলতি বছরের ২৮ মার্চ সোমবার সিএনজি চালকের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মারধরে জড়িয়ে পড়েন অভিযুক্ত আমিনুল ইসলাম তামিম।
এসএন
