চলে গেল গণ বিশ্ববিদ্যালয়ের ‘ফার্মাসি ৩৫’

ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ৩৫তম ব্যাচের ‘শিক্ষা সমাপনী’ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর, সোমবার সকালে, বিভাগে কেক কেটে তাদের বিদায়ের আয়োজনের সারাদিনের অনুষ্ঠানের সূচনা করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবুল হোসেন।
বিদায়ী ছেলে, মেয়েদের তিনি অধ্যাপক ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনাদর্শ ও তার প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়া নিয়ম, কানুন ও শিক্ষা যোগ্যতাগুলো কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
ছাত্র, ছাত্রীদের জীবনের সাফল্য কামনা করে এবং তাদের নিয়ে স্মৃতিচারণের অনুষ্ঠানটির সভাপতি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক এম. খালেকুজ্জামান।
আরো আলাপ করেছেন কোষাধ্যক্ষ অধ্যাপক এম. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ ও বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি)’র প্রধান অধ্যাপক ড. এম. ফুয়াদ হোসেন।
তারা ফার্মাসি ৩৫ ব্যাচের অনার্স পাশ করা ছাত্র, ছাত্রীদের সাফল্য কামনা করেছেন ও তাদের নানা ক্যারিয়ার পরামর্শ দিয়েছেন।
ছিল দুপুরের খাবারের আয়োজন।
ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সবাই বাংলাদেশের কিংবদন্তী মেডিক্যাল ব্যক্তিত্ব ডা. জাফরুল্লাহ চৌধুরীর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে দোয়া করেছেন।
ফার্মাসি ৩৫’র বিদায়ী আয়োজনে ছিল ছাত্র, ছাত্রী এবং অধ্যাপকদের নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুকের সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপস্থাপনা করেছেন ফাতেমা-তুজ-জোহরা এবং ঐশী।
ফাতেমা বলেছেন, ‘চার বছর আগে একজন নিয়মিত ছাত্রী হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নাম, যশের কারণে ভর্তি হয়েছিলাম। আমাদের লেখাপড়ার মান ভালো, সিলেবাস উন্নত। শিক্ষকদের আমরা সবাই অনেক ভালোবাসা, যত্ন ও পরামর্শ লাভ করেছি। বিদায় সবসময় দু:খজনক হয়। তবে যার শুরু আছে, তার শেষও থাকে। আজ শিক্ষকদের পরম স্নেহে শিক্ষা জীবন শেষ করছি।’
লেখা ও ছবি : ইউনূস রিয়াজ।
ওএফএস।
