সিকৃবি মসজিদের ঈদ-ই-মিলাদুন্নবীতে ছয়টি প্রতিযোগিতা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সপ্তাহব্যাপী ‘কুরআন তেলাওয়াত’, ‘রচনা’, ‘উপস্থিত বক্তৃতা’, ‘হামদ ও নাত’, ‘আযান’ ও ‘ইসলামী কুইজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই ছয়টি বিশেষ বিভাগের প্রতিযোগিতা এবং পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান খান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন-আর-রশীদের সঞ্চালনায় এবং মসজিদ কমিটির জ্যেষ্ঠ সদস্য অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে দিবসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের উপ-পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর ড. মেহেদী হাসান খান বলেছেন, “মুসলিম হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শনের মাঝেই নিহিত রয়েছে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির নির্দেশনা। আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শে উদ্ধুদ্ধ করার মাধ্যমেও একটি সুন্দর জাতি গঠন করা সম্ভব।”
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হওয়া সপ্তাহব্যাপী প্রতিযোগীতায় ছয়টি ভাগের ২০টি উপ-ভাগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আশপাশের মানুষের নানা বয়সের দুই শতাধিক প্রতিযোগী ছেলে, মেয়ে অংশগ্রহণ করেছেন। তাদের সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবীর আয়োজনে মোট ৭১ জন ছাত্র, ছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে।
ওএফএস।
