চুয়েটে ‘দীপাবলী’ ও ‘বিজয়া সম্মেলন’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় পরিষদের উদ্যোগে ‘দীপাবলী’ এবং ‘বিজয়া সম্মিলনী’ হয়েছে।
টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে এই উৎসব দুটি।
নিলয় দাশের শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে উৎসব।
উপস্থাপনা করেছেন পামেল দাশ ও শ্রেয়সী চৌধুরী।
স্বাগত বক্তব্য দিয়েছেন প্রত্যুষ দাশ।
প্রধান অতিথি ছিলেন ‘আইইবি চট্টগ্রাম কেন্দ্র’ চেয়ারম্যান ও ‘জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীরকুমার সেন।
বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, গণিতের অধ্যাপক ড. উজ্জ্বলকুমার দেব, স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. কানুকুমার দাশ।
সভাপতিত্ব করেছেন অধ্যাপক ড. রণজিৎকুমার সুত্রধর।
বক্তারা বলেছেন, ‘দীপাবলী হলো অন্ধকার হতে আলোর পথে যাত্রা। এই আয়োজনের মাধ্যমে আপনাদের সকলের অন্তরে আলো প্রজ্বলিত হোক। সে এ আলো সমাজের সবখানে ছড়িয়ে পড়ুক।’
ছাত্র, ছাত্রীদের উদ্দেশ্যে তারা বলেছেন, ‘আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাশ করে সার্টিফিকেটার্জন করবে তোমরা। আলোকিত মানুষ হয়ে বের হবে। সমাজকে আলোকিত করবে। এজন্য তোমাদের মনের প্রদীপ প্রজ্জ্বলিত রাখতে হবে।’
হিন্দু ধর্মের এই উৎসবে ধর্মের ছাত্র, ছাত্রীদের তারা বলেছেন, ‘সঠিক ধর্মচর্চার মাধ্যমে মনকে আলোকিত করা সম্ভব।’
হিন্দু ছাত্র, ছাত্রীদের ধর্মচর্চা ও পালনের জন্য চুয়েটে একটি মন্দির স্হাপনের জন্য সবার পক্ষ হতে প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়েছে।
দীপাবলী উপলক্ষে সন্ধ্যায় চুয়েটে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়েছে। তাতে অন্য ধর্মের সকলে অংশগ্রহণ করেছেন।
ওএফএস।
