‘বাউয়েট এমবিএ প্রগ্রাম’র উদ্বোধন
২৪ অক্টোবর, নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’-এ ‘ব্যবসায় প্রশাসন বিভাগ’র ‘এমবিএ’ প্রোগ্রামে সামার সেমিস্টারে প্রথম ব্যাচের ছাত্র, ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
সোমবার, সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের সেন্ট্রাল লেকচার বা স্কাইলাইট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বক্তব্যে বলেন, ‘ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রাম চালু হওয়ার মাধ্যমে আমাদের পূর্ণতা এলো।’
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল আরো জানিয়েছেন, ‘ক্রমান্বয়ে অন্যান্য বিভাগে মাস্টার্স কোর্স চালু করা হবে।’
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশীদ-এর সভাপতিত্বে নবীণবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান-সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইসিই এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম।
এমবিএ অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শেখ তৌফিকুল ইসলাম।
এমবিএ প্রথম ব্যাচের ছাত্র, ছাত্রীদের মধ্যে বক্তব্য দিয়েছেন শেখ সাফিউর রহমান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সব অনুষদের ডিন, ছাত্র-কল্যাণ উপদেষ্টা, সব বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার অ্যাকাডেমিক আশরাফুল ইসলাম প্রমুখ।
এমবিএ প্রগ্রামের সব ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেছেন।
আয়োজন শেষে তাদের সবার খাবারের ব্যবস্থা ছিল।
ওএফএস।