স্বর্ণপদক পেলেন জবির গণিত বিভাগের ৪ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ৪ জন শিক্ষার্থীকে একাডেমিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক দেওয়া হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বর্ণপদক দেওয়া হয়।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- ২০১৭ সালে সম্মানে প্রথম শিশির রঞ্জন দাস, একই সালে মাস্টার্সে গবেষণায় প্রথম সেলিম হোসেন, ২০১৮ সালে সম্মানে প্রথম তসলিমা আক্তার এবং একই সালে মাস্টার্সে গবেষণায় প্রথম শ্রীধাম চন্দ্র অধিকারী।
স্বর্ণপদকপ্রাপ্ত সেলিম হোসেন বলেন, স্মৃতির সমষ্টিই জীবন ৷ স্বপ্নই স্মৃতির জন্ম দেয় ৷ সে স্বপ্নের উপর ভিত্তি করে মানুষ দৃঢ়চিত্তে এগিয়ে চলে ৷ আমিও চলেছি জীবনের জলপথে যেখানে থামার কোনো সুযোগ নেই ৷ পৃথিবীর ঐতিহাসিক নিয়মেই জল কালির অক্ষরে লেখা আমার ক্ষুদ্র অস্তিত্ব হয়তো একদিন মুছে যাবে ৷ কিন্তু আমি জীবাশ্মের ন্যায় পৃথিবীর বুকে একটা ছাপ রেখে যেতে চাই ৷ যে ছাপ আমার বৈষয়িক কোনো বস্তু নয় বরং স্বপ্নের অস্তিত্বের চিহ্ন বহন করবে ৷ আমার এ স্বপ্নের সারথি হিসেবে যারা রয়েছেন আমার স্বপ্নবলয়ে তাদের সবার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷
স্বর্ণপদকপ্রাপ্ত শিশির রঞ্জন দাস বলেন, আমাদের ব্যাচটা ছিল আনপ্রেডিক্টেবল ব্যাচ। যেখানে মাস্টার্সে ১৫ জনের বেশি শিক্ষার্থীর সিজিপিএ ছিল ৩.৯০ এর উপরে। আমি দেশকে বিশ্ব দরবারে যেন উপস্থাপন করতে পারি সবার কাছে সেই দোয়া কামনা করছি।
ফাউন্ডেশনটির ট্রাস্টি খুশি কবীর বলেন, ভাষা ও গণিত এই দুই বিষয়ে আমরা যদি দক্ষতা অর্জন করতে পারি তবে যেকোনো জায়গায় আমরা কিন্তু একবারে নক্ষত্র হিসেবে থাকব। গণিত থেকে আমরা চাইলে যেকোনো বিষয়ে যেতে পারি। আপনি যদি গণিতে ভালো করতে পারেন তবে পৃথিবীর যেকোনো জায়গায় আপনার দ্বার উন্মুক্ত।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম বলেন, আমি গণিত বিভাগের শিক্ষকদের অনুরোধ করতে চাই আপনি ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীদের টেক্সট বুক হিসেবে ভালো মানের লেখকদের বইয়ের রেফারেন্স দিবেন যাতে তারা সেই সব টপিক পড়ে তাদের বাস্তব জীবনে কীভাবে গণিতের ব্যবহার করা যায় তা যেন বুঝতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমি মনে করি এই পদকের মাধ্যমে আমাদের তরুণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং এটা প্রাপ্তির উদ্দেশ্যে তারা কাজ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র ৭ একর জায়গায় ৩৬টি ডিপার্টমেন্ট ও ২টি ইন্সটিটিউট। বিশ্বে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঘনবসতিপূর্ণ ক্যাম্পাস। ম্যাথমেটিকস ইজ দ্যা মাদার অফ সাইন্স। গণিত এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। বিসিএস পরীক্ষায় গণিতে যারা ভালো করে তারাই পরীক্ষায় ভালো করে।
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রোগ্রামটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজাউল করিম এবং সদস্য সচিব ড. রাবেয়া আক্তার।
এসজি