ছুটি না নিয়ে দেশের বাইরে থাকা ঢাবি শিক্ষককে অব্যাহতি
বিনা ছুটিতে প্রায় এক বছর ধরে দেশের বাইরে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা প্রশাসনের (আইবিএ) সহকারী অধ্যাপক ড. ক্ষণিকা গোপকে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, বলে একাধিক সূত্রে জানা গেছে।
আইবিএ পরিচালক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন ওই শিক্ষক। পদত্যাগ পত্র জমা দিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমিক কমিটির একাধিক সদস্য জানান, বিনা ছুটিতে দেশের বাইরে থাকার বিষয়টি জানাজানি হলে আইবিএ পরিচালকের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন ওই শিক্ষক। বিষয়টি একাডেমিক কমিটির সভায় উত্থাপন করা হয়। এরপর তাকে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। সভার সবার সম্মতিতে তার অধীনে থাকা কোর্সটি বাতিল করে অন্য একজন শিক্ষককে প্রদান করা হয়। তবে তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর ব্যবস্থা নিতে বেনামি চিঠিও পাঠানো হয়।
তখন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমে বলেছিলেন, একটা চিঠি আমাদের কাছে এসেছে। অভিযোগের তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখা হবে তা কতটুকু সত্য। তারপর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিন মাস বা এর কম সময় ছুটির জন্য বিভাগ বা ইনস্টিটিউটের প্রধানকে মাধ্যম করে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হয়। এর বেশি সময় ছুটির জন্য আবেদন সংশ্লিষ্ট সিঅ্যান্ডডি কমিটির সভায় উত্থাপন করতে হয়।
বিনা ছুটিতে সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপ প্রায় এক বছর ধরে ছুটি না নিয়েই চারটি সফরে ভারত ও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু জানাননি তিনি। এ সময় তিনি ক্লাসসহ জরুরি একাডেমিক কাজগুলো অনলাইনেই সেরেছেন। যদি ওই গণমাধ্যমে এমনটাই দাবি করেছেন যে, ছুটি নিয়েই তিনি বিদেশ গেছেন।
এসএন