চলে গেল ‘চুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা ১৬’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ‘১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তাদের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সেমিনার কক্ষে বিশেষ অতিথি ছিলেন প্রিয় শিক্ষক স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান।
সভাপতিত্ব করেছেন ইউআরপি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম. শাহজাহান উপস্থাপক ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এই ‘১৬ ব্যাচের কোর্স-কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সৌরভ দাশ।
বিদায়ী ব্যাচের অনুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছেন তানভীর মাহমুদ এবং সম্রাট চৌধুরী।
বিদায়ী শিক্ষার্থীদের হাতে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সম্মাননা স্মারক তুলে দিয়েছেন।
বিভাগের উচ্চশিক্ষার্থে বিদেশে যাওয়া চার শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিদায় অনুষ্ঠানে তাদের নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদির আয়োজন ছিল।
ছবি : ১৬ ব্যাচ নগর ও অঞ্চল পরিকল্পনার ছাত্র, ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মারক দিচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
লেখা ও ছবি : জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।
ওএফএস।