ইসলামকে ভালোবেসে ধর্ম বদলালেন কুষ্টিয়ার হিন্দু ছাত্রী
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ইউটিউব ও ফেসবুকে ইসলামী আলেমদের ওয়াজ শুনে এবং ইসলামিক বই পড়ে নিজের হিন্দু ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।
২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ত্বহিরা তাসনীম আয়াত নামে তার ফেসবুকে আদালতের স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন।
আয়াতের আগের নাম ছিল সুপ্রীতি দত্ত তমা।
আয়াত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-’১৮ শিক্ষাবর্ষের ছাত্রী।
তার বাবা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের শ্যামল দত্ত।
ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণাও দিয়েছেন আয়াত।
তিনি যাতে কোনো অসুবিধায় না পড়েন এজন্যই আদালতের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন।
হলফনামাটিতে আয়াত উল্লেখ করেছেন, ‘ওয়াজ শুনে, শুনে ও বিশ্ববিদ্যালয়ে মুসলিম সহপাঠীদের সঙ্গে মেশার পর তাদের মাধ্যমে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আমার। বিভিন্ন ইসলামিক বই পড়ে তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে জানার পর বিশ্বাস জন্মে, ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মুক্তি সম্ভব। সে মোতাবেক আমি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’
ফেসবুক পোস্টে সুপ্রীতি দত্ত তমা (বর্তমান ত্বহিরা তাসনীম আয়াত) বলেছেন ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।’
ছবিটি প্রতীকি-ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন।
ওএফএস।