শাবিপ্রবির মামলায় সম্পৃক্ত ৫ সাবেক শিক্ষার্থীকে অব্যাহতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এরপর ওই মামলায় অভিযুক্ত পাঁচ প্রাক্তন শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই অব্যাহতির আদেশ দেন। সিলেট মহানগর আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের সখীপুরের হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জের লক্ষীকোলা গ্রামের রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার এ এফ এম নাজমুল সাকিব (৩২), ঢাকার মিরপুরের মাজার রোডের বাসিন্দা এ কে এম মারুফ হোসেন (২৭) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের ফয়সল আহমেদ (২৭)। তাঁরা সবাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
মহানগর আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমদ চৌধুরী বলেন, মামলার দীর্ঘ তদন্ত শেষে আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা সিলেটের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আবু খালেদ মামুন। তদন্ত প্রতিবেদনে পুলিশ অভিযুক্ত পাঁচজনের সম্পৃক্ততা পায়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালতের বিচারক পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
এএজেড