উদ্যমের ১৮ তে জবি, সেজেছে আলোকসজ্জা-আলপনায়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ২০ অক্টোবর। উদ্যম ও সাহসের ১৮ তে পা রাখছে জবি। সে উপলক্ষে লাল-নীল আলোকসজ্জা ও আল্পনায় সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য 'অর্জনে গৌরবে সতেরো'।
বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে চলছে আল্পনা আঁকাসহ কাগজের রঙিন ফুল, ব্যানার ফেস্টুন তৈরির কাজ। বিভিন্ন রঙের জাঁকজমকপূর্ণ আলোয় সজ্জিত বিশ্ববিদ্যালয় জুড়েই বিরাজ করছে আলাদা এক উৎসবের আমেজ। বাহারি আয়োজন ও আল্পনা দেখতে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সুরের তালে ক্যাম্পাস মাতবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও সহজিয়া। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যান্ড দলও গান পরিবেশন করবে। ব্যান্ড দলগুলো হলো- ভবঘুরে, আবোলতাবোল, স্বপ্নবাজি, রিজেক্টেড, মনের মানুষ, ট্রাভেলার্স, ব্লু টাচ। দুপুর ২ টা থেকে তারা মঞ্চ মাতাবে।
এর আগে উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর সকাল ৯টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে প্রকাশনা উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য। তার পরপরই সাড়ে ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ভিসির নেতৃত্বে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে শেষ হবে।
শোভাযাত্রা শেষে সাড়ে ১০টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হবে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১১টা থেকে ১২টা পর্যন্ত 'তাশের দেশ' নাটক পরিবেশনা হবে৷ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে আবার আড়াইটা পর্যন্ত শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং বাইরের ব্যান্ডদলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে৷ সবগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে বিশ্ববিদ্যালয় মুজিব মঞ্চে।
এসএন