বিশ্বসেরা ২% গবেষকের অন্যতম চুয়েটের চারজন অধ্যাপক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র অধ্যাপক-গবেষক যন্ত্রকৌশলের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, গণিতের অধ্যাপক ড. এম. গোলাম হাফেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’র সহযোগী অধ্যাপক ড. এম. ইকবাল হাসান সরকার এবং পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. এম. আশরাফ আলী বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ের’ ও যুক্তরাষ্ট্রের ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’ প্রণীত ২০২১-’২২ সালের বিশ্বসেরা ২ শতাংশ গবেষক তালিকায় স্থান পেয়েছেন।
১০ই অক্টোবর ২০২২ বৈশ্বিকভাবে তালিকাটি প্রকাশিত হয়েছে।
১৯৬০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গবেষকদের বিভাগ অনুসারে গবেষণা প্রকাশনা, অবদান, ইনডেক্স, সাইটেশনসহ অন্যান্য সূচকগুলো বিশ্লেষণে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
২০২২ সালের অগােস্টে হালনাগাদ করে প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত তথ্যসূত্র: https://bit.ly/3ESJvkw.
ওএফএস।