১ নভেম্বর থেকে রাজশাহীর বাণিজ্য অনুষদে ক্লাস শুরু হবে
২০২১-’২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর হলেন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম।
অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম জানিয়েছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সবগুলো বিভাগের প্রথম বর্ষের ক্লাস ১ নভেম্বর থেকে শুরু হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষারে এই ‘বি’ ইউনিটের (সবখানে ‘সি’) সপ্তম অপেক্ষমান মেধাতালিকায় পাশ করা ছাত্র, ছাত্রীদের বিষয় নির্বাচনী সাক্ষাৎকার গতকাল ১৮ অক্টোবর থেকে আজ ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। সামান্য কজনই অংশগ্রহণ করেছেন।
তারা সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের ডিনস কমপ্লেক্সে (তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত থেকেছেন।
এরপর শিক্ষকদের কাছে মৌখিক স্বাক্ষাৎকার দিয়েছেন।
নির্ধারিত তারিখের মধ্যে নিয়মানুসারে অনলাইনে ভর্তি ফরম করতে হবে তাদের। দুটি কপি প্রিন্ট করে বিজনেস স্টাডিজ অনুষদের রুম নম্বর ৩১৮/১-এ অফিস চলার সময় পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করার নিয়ম জেনে কাজ করতে হবে।
প্রয়োজনীয় শিক্ষক সহযোগিতা লাভ করবেন সবাই।
কোনো কারণে কেউ ভর্তি হতে না পারলে আর সময় বাড়ানোর নিয়ম নেই। এই ইউনিটে ভর্তির কোনো সম্ভাবনাও থাকছে না কারো। এভাবে কোনো আসন খালি হলে পরের মেধার ছেলে বা মেয়েটি ভর্তি হবেন।
বিজনেস স্টাডিজ অনুষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটে বাণিজ্যের বিভাগগুলো আছে। বাংলাদেশের অন্যতম সেরা ও প্রধান বিশ্ববিদ্যালয়টির ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ফিনান্স, মার্কেটিং, ব্যাংকিং অ্যান্ড ইনসু্রেন্স ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগগুলো আছে এই অনুষদে।
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব।
ওএফএস।