মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় ভর্তির প্রথম দিন আজ রাজশাহীতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-’২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম দিনের সাক্ষাৎকার আজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (রাজশাহী বিশ্ববিবিদ্যালয়ের টিএসসি) তিন দিনব্যাপী সাক্ষাৎকারের প্রথম পর্বে অংশ নিয়েছেন ৫শ ৯৬ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি।
এবারের ২০২১-’২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ১ হাজার ৭শ ৮৮ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি মৌখিকে অংশ নিচ্ছেন।
আজ ক্রমিক নং ০১ থেকে ৫৯৬, কাজ দ্বিতীয় দিন ৫৯৭ থেকে ১১৯২ এবং পরশু তৃতীয় দিন ১১৯৩ থেকে ১৭৮৮ রোল নম্বরধারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
ডকুমেন্টস হিসেবে আনতে হচ্ছে- ১.বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড। এছাড়াও পরীক্ষাগুলো পাশের সবগুলো সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপত্র ও প্রাপ্ত নম্বরের তালিকাটি।
২. তার পিতা বা নানা অথবা নানী বা মাতা, দাদা, দাদীর বীর মুক্তিযোদ্ধার সত্যায়িত সার্টিফিকেট।
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব।
ওএফএস।