ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার রাজশাহীতে ২০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) কোটায় ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনী বা ভর্তির সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযন্ত অনুষ্ঠিত হবে।
নৃগোষ্ঠী কোটায় সাক্ষাৎকারে জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্রগুলো আনতে হবে-
১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মূল নম্বরপত্র ও মূল রেজিস্ট্রেশন কার্ড।
৩. ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে গোত্রপ্রধানের দেয়া প্রত্যয়নপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রমাণপত্র বা উপজেলা নির্বাহী অফিসার বা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার বা জেলা প্রশাসকের প্রদান করা মূল প্রত্যয়নপত্র।
৪. চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বা তাদের তিনটি সার্কেল প্রধানের আদিবাসী স্ব-গোষ্ঠী হিসেবে দেওয়া প্রত্যয়নপত্র।
৫. প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে একবারই অংশগ্রহণ করতে হবে।
৬. সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) আছে।
৭.তালিকায় তথ্যগত কোনো ত্রুটি থাকলে তাও সংশোধনযোগ্য।
২০২১-’২২ শিক্ষাবর্ষের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী নির্বাচন কমিটি প্রধান ও জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসাদুল্লাহ গালিব।
ওএফএস।