বিষপানে ইডেন কলেজের ক্যানটিন বয়ের মৃত্যু!
রাজধানীতে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ক্যানটিন বয় আব্দুল করিমের (১৭) ইঁদুর মারার বিষপানে মৃত্যু হয়েছে।
বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আব্দুল করিম চাঁদপুরের কচুয়া উপজেলার বাগমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। করিম হলটির রাসেল অ্যান্টারপ্রাইজের ক্যানটিন বয় হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৫ অক্টোবর) করিম হোসেন বাইরে থেকে ইঁদুর মারা বিষপান করে বমি করতে করতে কলেজের জেবুন্নেছা হলের সামনে এসে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত রাতে তার মৃত্যু হয়। তবে কী কারণে কীটনাশক পান করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মৃতের ভগ্নিপতি মো. সোহেল জানায়, ‘আমি সংবাদ শুনে এসেছি। শুনেছি সে কীটনাশক পান করে মারা গেছে।’
এমএমএ/