ট্রাকের ধাক্কায় ইবি ছাত্র তাওহীদ আহত, সড়ক অবরোধ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিনিধি।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল গেটের পাশের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় বাংলার ছাত্র তাওহীদ তালুকদার আহত হয়েছেন। তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে কুষ্টিয়া সদর হাসপাতলে ভর্তি করা হয়ে।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সহপাঠী ও বিশ্ববিদ্যালয় ছাত্র, ছাত্রীরা তার আহত হবার প্রতিবাদে মহাসড়কটিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন। ফলে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। টানা তিনটি ঘণ্টা অবরোধ করে রাখার পর আশ্বাসের প্রেক্ষিতে তারা সড়ক প্রত্যাহার করেছেন।
শিক্ষার্থী ও ভুক্তভোগী সূত্রে জানা গিয়েছে, তাওহীদ তালুকদার ২০২০-’২১ শিক্ষাবর্ষের ছাত্র। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাস্তাটি পারাপার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে ধাক্কা দিলে হাতে গুরুতর আঘাত পান। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। রাত ৯টার দিকে আহত তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। তিনি সেখানে ভর্তি আছেন।
প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া-খুলনা মহসড়ক অবরোধ করেন।
প্রধান ফটকে ফুট ওভার ব্রিজ, স্প্রিড-ব্রেকার, ওয়াকিং ওয়ে, জেব্রা ক্রসিং নির্মাণ করার দাবী জানিয়েছেন তারা। পথচারী ও শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করার দাবিতে আন্দোলনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য- শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম জুয়েল উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও উপাচার্যকে ঘটনাস্থলে এসে আশ্বাস দেওয়ার দাবি করেন তারা।
এরপর ঘটনাস্থলে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় উপস্থিত হন।
তারপর পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী এই শিক্ষার্থীরা বলেন, ‘শুক্রবার সন্ধ্যাবেলায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাংলার ছাত্র তাওহীদ ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জেনেও নির্বিকার ভূমিকা পালন করছে। আশা নয়, আমরা তাদের কাজের বাস্তবায়ন চাই।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি যায়েদ বিপ্লব বলেছেন, ‘ঘটনাটি ঘটার পর থেকে আমরা ঘটনাস্থলে রয়েছি। তাওহীদকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। আমরা সংশ্লিষ্টদেরও জানিয়েছি।’
ওএফএস।