প্রকৃতি ও জীবন পদক পেয়েছেন ড. মনিরুল এইচ. খান
চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি ও জীবন পদক ( প্রকৃতি সংরক্ষণ পুরষ্কার-২০২১)’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের কিংবদন্তী অধ্যাপক ও প্রখ্যাত বাঘ গবেষক অধ্যাপক ড. মনিরুল এইচ. খানকে প্রদান করেছে।
‘তার বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিকাশে অবিশ্বাস্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূণ পদকটি প্রদান করা হয়েছে’, বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস-চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।
আরো জানিয়েছেন তিনি, ‘যারা এই দেশের প্রকৃতির উন্নয়নে কঠোর পরিশ্রম করে চলেছেন আপনার সম্মান তাদের আরো উৎসাহিত করবে।’
‘ফাউন্ডেশনও অধ্যাপক ড. মনিরুল এইচ. খানের অমূল্য নির্দেশনা আগামী দিনগুলোতে লাভ করবে’, আশা প্রকাশ করেছেন তিনি।
ফাউন্ডেশন ড. মনিরুল এইচ খানের জীবন ও কর্মের ওপর একটি প্রমাণ্যচিত্রও নির্মাণ করবে।
চিত্রটি তাকে পদক, সম্মাননা এবং আর্থিক সম্মানী প্রদানের সময় এবং পরে চ্যানেল আইতে প্রদর্শিত হবে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি ও জীবন পদক ( প্রকৃতি সংরক্ষণ পুরষ্কার-২০২১)’ লাভ করার পর বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুণী এই শিক্ষাবিদ জানিয়েছেন, ‘আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
ড. মনিরুল এইচ. খান আরো বলেছেন, ‘এই অমূল্য অর্জন আসলেই বড়। ভবিষ্যতে আমার বাংলাদেশের বন্যপ্রাণীর দলিল ও সংরক্ষণ কার্যক্রমের পরিশ্রমকে আরো শক্তিশালী করবে।’
ওএফএস।