ঢাবিতে দু’দিনব্যাপী মনোবিজ্ঞান সম্মেলন শুরু
‘মানবকল্যাণে মনোবিজ্ঞান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ১৫তম মনোবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। দু’দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালয়েশিয়ার মনোবিজ্ঞানীরা অংশ নেন।
শুক্রবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ওই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের ৫টি সায়েন্টিফিক সেশনে দেশ-বিদেশের মনোবিজ্ঞানীরা ৩০টি পেপার এবং ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে দেশ-বিদেশের মনোবিজ্ঞানীদের মধ্যে পারস্পারিক গবেষণা, মতামত ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে বিশেষ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রতিকূলতা মোকাবিলায় মনোবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে শিক্ষার্থীদের মনোজাগতিক উন্নয়নেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে মানবকল্যাণে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি মনোবিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমিতির মহাসচিব অধ্যাপক ড. এম. শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
এসজি