জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা
টানা দুই দিনের বৃষ্টি হবার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে খেলার মাঠ, রাস্তা ও মূল ফটকের সামনেসহ রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা পরেছেন ভোগান্তিতে।
রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ২দিনে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে ও মাঠের চারপাশের রাস্তা উঁচু করা, অপরিষ্কার অপরিচ্ছন্ন চলাচলের স্থানগুলো পাশাপাশি উঁচু-নিচু জমির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ববি ক্যাম্পাসে। প্রতিবছর এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা দেবার ফলে নানান সমস্যায় পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে খেলার মাঠ, রাস্তা ও মূল ফটকের সামনেসহ রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার পাশাপাশি তৈরী হচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শারমিন জানান, 'বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে ঝাউতলার রাস্তা পানিতে ডুবে যায়। অথচ ক্যাফেটেরিয়ায় যাবার একমাত্র রাস্তা এটি। ভবনের নিচতলার সামনেও পানি আছে, যাতে পা পিছলে পড়ে পা ভাঙ্গার সম্ভাবনাও আছে৷ কর্তৃপক্ষের কাছে অনুরোধ শিক্ষক-শিক্ষার্থী সবার সুবিধার্থে রাস্তা উঁচু করে যাতায়াতের সঠিক পরিবেশ তৈরি করুন৷'
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রঞ্জু বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৪টি ডিপার্টমেন্টের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর জন্য একটাই মাত্র খেলার মাঠ৷ বর্ষাকালে মাঠটি পানিতে ডুবে যায়। আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় আমাদের বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ এর তিনটি ম্যাচ রয়েছে। মাঠে পানি জমার কারণে থেমে আছি খেলার প্রস্তুতি। এর কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরিকল্পিতভাবে খেলার মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই চারপাশের রাস্তা উঁচু করে দিয়েছে। ফলে এখন সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, 'স্টেট শাখার কার্যক্রম এটি।' স্টেট শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা বলেন, 'আমাদের কাজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা৷' পরবর্তীতে ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রকৌশলী মুরশিদ আবেদিনকে প্রশ্ন করা হলে তিনি যথাযথ উত্তর না দিয়ে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভিসির সাথে সরাসরি কথা বলার জন্য।
এএজেড