পবিত্র আশুরা উপলক্ষে ববিতে এক দিনের ছুটি

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও অফিস কার্যক্রম বন্ধ রাখা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন কর্তৃক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 'আশুরা' আরবি আশারা শব্দ থেকে উৎকলিত, অর্থ দশম। দিনটি ঘটনাবহুল ও তাৎপর্যমণ্ডিত।
মহররম মাসের দশম দিনে হওয়ায় এই দিনকে আশুরা বলা হয়। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
এ দিনে ইবাদত-বন্দেগি করে আল্লাহর নৈকট্য লাভ এবং আখিরাতে মুক্তির আশা করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ সকল স্তরের মুসলিমরা এ দিনটিতে মহান আল্লাহ তায়ালার অশেষ মহিমা লাভের জন্য ইবাদত করে থাকে। উল্লেখ্য, আশুরা উপলক্ষে নির্ধারিত বন্ধের দিন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা বলবৎ থাকবে।
এএজেড
