ববিতে শোকাবহ আগস্টে মাসব্যপী কর্মসূচী
শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে) মাসব্যপি বিভিন্ন কর্মসূচির সিদ্বান্ত গ্রহণ হয়েছে। এ কর্মসূচীর প্রথম ধাপ পালন করা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে সোমবার (১ জুলাই) সকালে আগামী ১৫ আগস্ট ২০২২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকার্দ্র আগস্ট মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ড্রপডাউন ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়।
এছাড়া গৃহীত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগীতা। শোকাদ্র আগস্ট উপলক্ষে ১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে 'আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ১৪ আগস্ট (রবিবার) দুপুর ১২ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা।
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট (সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এরপর বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে। ঐ দিন সকাল ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম দেয়া হবে।
এরপর সকাল ৮ টা থেকে সম্প্রচার করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ। সকাল ৯ টায় থাকছে শোক রেলী এবং শোক রেলি শেষে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সকল বিভাগ ও হলের সদস্যবৃন্দ। সকাল ১০ টায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হবে।
এরপর সকাল সাড়ে ১০ টার আয়োজনে থাকছে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কীর্তনখোলা হলে আলোচনা সভা এবং সভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুপুর ১ টায় মন্দিরে বিশেষ প্রার্থনা এবং দুপুর দেড় টায় (যোহরবাদ) কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গবন্ধু হলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১৫ আগস্টের কর্মসূচি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৬ আগস্ট ২০২২ সন্ধ্যা সাড়ে ৭ টায় শেরে বাংলা হলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী ২১ আগস্ট ২০২২ বিকাল ৪ টায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে কীর্তনখোলা হলে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে শোকাদ্র আগস্ট উপলক্ষে মাসব্যপী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
এএজেড