জাতি গড়ার কারিগর আজ মূল্যাহীন
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা, সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও পদার্থ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমারকে জমি সংক্রান্ত বিষয়ে হেনস্থাসহ সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে আদি ঢাকা এ সাংস্কৃতিক জোট। শুক্রবার (১ জুলাই) পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পুরান ঢাকাসহ রাজধানীর দনিয়া, মিরপুর ও উত্তরায় এ সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা বলেন, জাতি আজ ধ্বংসের পথে। যে জাতি শিক্ষককে সম্মান করতে জানে না সে জাতি সমাজের সব থেকে নিকৃষ্ট কাজ করতে পারে। শিক্ষকরা আজ সব থেকে মূল্যহীন। যেনো শিক্ষক হওয়াটাই অপরাধ। বক্তারা আরও বলেন, অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, ছন্দে-ছন্দে কবিতাও হয়েছে অনেক কিন্তু এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। শিক্ষকদের অপমান রোধে প্রয়োজনে প্রতিশোধ নিবে শিল্পী সমাজ।
সমাবেশে সঞ্চালনা করেন আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কবি হানিফ খান। এসময় সম্মিলিত সাংস্কৃতির জোটের সভাপতি গোলাম কুদ্দস, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফজলুর রহমান, নিয়াজ আহমেদ, শওকত হোসেন, মিলন হাসান মহারথী, নুসরাত ইয়াসমিন রুমতা, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের শিক্ষক মনোজ দত্ত, কাউন্সিলর আরিফুর রহমান ছোটনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মনোজ দত্ত বলেন, সমাজের সকল স্তরে শিক্ষকের মর্যাদা কমেছে। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর অপসংস্কৃতির চাপে সেই কারীগর আজ রুদ্ধ। যেনো শিক্ষক হওয়াটাই আমাদের অপরাধ। এই জাতিকে বাচাতে আমাদের নৈতিকতা ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, শিক্ষক অপমানে এক শ্রেনীর মানুষ জড়িত। যারা এদের প্রশ্রয় দেয় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যেনো কেউ শিক্ষককে অপমান করার সাহস না পায়। আমরা ডিগ্রী অর্জনের জন্য ছুটছি কিন্তু মানুষ হচ্ছি না।
এসময় শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মূল্যবোধের জায়টা এত নিচে নেমেছে মনে হয় শিক্ষা ব্যাবস্থায় কোন ঘাটতি আছে। পাঠ্যবই যেনো নীতিহীন হয়ে পড়েছে। শিক্ষা ব্যাবসাকে আরো শক্তিশালী করতে হবে। এসময় তিনি পারিবারিক শিক্ষাকে দায়ী করে বলেন, পারিবারিক শিক্ষা যেনো শূন্যের কোটায় পৌছেছে। সন্তানের প্রতি পিতা মাতার কোন শাসন নেই বললেই চলে। এই প্রজন্মের কাছে শিক্ষকরা যেনো সব থেকে অসহায়। তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে একটা চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্রমনাত্মক আচারণ করছে তারা। তিনি এসময় সম্মিলিতভাবে এই কুচক্রীদের প্রতিহত করারা আহ্বান জানান।
এএজেড