রাজশাহীতে হয়েছে বিএসির চারটি কর্মশালা
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
‘কমপ্লায়েন্স অব বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)’স স্টান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ নামের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে উত্তরবঙ্গের প্রধান ও সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহীতে।
আয়োজন করেছে তাদের ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল' বা ‘আইকিউএসি’।
প্রথমদিন দুটি সেশন হয়েছে। প্রথমটি ‘অ্যাক্রিডিটেশন ইন হায়ার এডুকেশন’, পরেরটি “বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)’স অ্যাক্রিপিটেশন রুলস অ্যান্ড স্টান্ডার্ডস।”
রিসোর্স পারসন হিসেবে পরিচালনা করেছেন বিএসির অন্যতম সদস্য অধ্যাপক ড. এস.এম. কবীর।
তারা জানিয়েছেন, পরের দুটি সেশন হয়েছে “কমপ্লায়েন্স অব বিএসি’স অ্যাক্রিডিটেশন ক্রাইটেরিয়া” ও “ম্যাপিং টু অ্যাকসেস প্রিপেয়ার্ডনেস ফর বিএসসি’র অ্যাক্রিডিটেশন।”
উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
তার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. দুলালচন্দ্র রায় সভাপতি ছিলেন।
অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য দিয়েছেন।
উপস্থাপনা করছেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রশীদ সরকার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক এবং সিনিয়র অধ্যাপকরা কর্মশালাগুলোতে অংশ নিয়েছেন।
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জোহার নামে প্রতিষ্ঠিত ছাত্র হল।
ওএস।