চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প সেমিনার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’-এ তৈরি হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনন্য ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’।
এই ইনকিউবটর ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ ও ‘আইওটি বেইজড ফল ডিটেকশন অ্যান্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন’ নামের দুটি সেমিনার করেছে।
আজ ২৭শে জুন সোমবার, ২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় ইনকিউবেটরের মাল্টি-পারপাস হলে আয়োজিত সেমিনারগুলোতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।
অনলাইনে বিশেষ অতিথি ছিলেন শেখ কামাল আইটিবিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম।
সভাপতিত্ব করেছেন চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
অংশ নিয়েছেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের ‘আইওটি বেইজড ফল ডিটেকশন অ্যান্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন’ প্রজেক্টটির টিম লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
ইনকিউবেটরের ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ প্রজেক্টের টিম লিডার ও চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ অংশগ্রহণ করেছেন।
ছিলেন অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
ছবি : ১. চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। ২. ইনকিউবেটর আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
ওএস।