বন্যার্তদের পাশে ২১ সংগঠনের শতাধিক শিক্ষার্থী
'সিলেটের বন্যাদূর্গতদের পাশে দাঁড়াই' -এই শ্লোগানকে সামনে রেখে সিলেটবাসীর দূর্ভোগে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অর্থ সংগ্রহ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলো জুম্মার নামাজের পর বরিশালের বড় বড় মসজিদগুলোতে সিলেটের বন্যাদূর্গত মানুষদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেন।
জানা যায়, কর্মপরিকল্পনা এবং আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচ কাজ করছে। সমন্বয়কারকের দ্বায়িত্ব রয়েছে ববির ৬ষ্ঠ ব্যাচের হাতে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, বরিশাল বিদ্যালয়ের বাঁধন, প্রথম আলো বন্ধুসভা, আইটি সোসাইটি, উচ্ছ্বাস, ইচ্ছেফেরী, একাত্তরের চেতনাসহ মোট ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক শিক্ষার্থী গত ৫ দিন ধরে বরিশালের বিভিন্ন স্থান থেকে বন্যাদূর্গতদের অর্থ সংগ্রহ করে আসছেন। এই কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য ছাত্রদের ভাগ করে দেয়া হয় ৮টি ইউনিটে। ইউনিটগুলো ক্যাম্পাস, রুপাতলি, আমতলা, বাংলাবাজার, বটতলা, নথুল্লাবাস, সদর রোড এবং লঞ্চঘাট এলাকায় কাজ করছে।
এ বিষয়ে প্রধান অর্থ-সমন্বয়ক এবং সামাজিক সংগঠন 'বাঁধন'-এর বরিশাল জোনের উপদেষ্টা সমাজ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গাজী হাদিউজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা প্রতিদিনই কম-বেশি অর্থসংগ্রহের চেষ্টা করি। আজ জুম্মার নামাজের পর আমরা মসজিদগুলোতে কালেকশনে যাই। আমাদের সাথে আজ অনেক হিন্দু ছাত্ররাও মসজিদে অর্থসংগ্রহ করতে গিয়েছে। সিলেটবাসী বিপদে আছে। এখন হিন্দু-মুসলিম দেখার সময় না। আমরা সবাই মানুষ, এটাই মানবতার বড় পরিচয়।
এএজেড