রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের নতুন কমিটি
বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা সরকারী বিশ্ববিদ্যালয় রাজশাহী।
বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি গাজীউল ইসলাম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ পাঠান নির্বাচিত হয়েছেন।
তাদের কমিটিতে উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়ের আরো ২৩ জন রোভার স্কাউট আছেন।
আগামী একটি বছর-জুন ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত তারা ক্যাম্পাসটির সব নাচ, গান, আবৃত্তি, সভা, সেমিনার, কর্মশালাসহ সব আয়োজন ও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করবেন।
রোভার স্কাউটরা ‘রোভারস’ নামে সাধারণভাবে পরিচিত। তারা বয় স্কাউট অ্যাসোসিয়েশন ও গার্লস গাইড অ্যাসোসিয়েশন থেকে ‘রোভার স্কাউট’ হন।
১৮ বছরের উধ্বে যেকোনো বয় ও গার্লস গাইডের সদস্যদের রোভার স্কাউট বলা হয়।
তাদের ‘রোভার ক্রু’ বা ‘রোভার দল’ও বলা হয়।
ব্রিটেনে ১৯১৮ সালে তাদের সাংগঠনিকভাবে জন্ম। সে হিসেবে এখন রোভার স্কাউটিংয়ের সারা বিশ্বে বয়স ১শ ৪ বছর।
বাংলাদেশের বগুড়ার স্কাউটিং প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক দপ্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ ছাত্র, ছাত্রীদের এই রোভার স্কাউট দলকে প্রশিক্ষণ ও প্রদর্শনের পর নির্বাচিত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটি ‘৪৩তম রোভার স্কাউটিং ইউনিট কাউন্সিল’ বলে আরো জানিয়েছেন ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসাদুল্লাহ গালিব।
উল্লেখ্য ৩১ মার্চ, ১৯৫৩ সালে বাংলাদেশের এই উচ্চতর শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের জন্ম।
তাদেরকে তখনই অনুমোদন দিয়েছেন গর্বিত উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম রেজা।
তিনি বগুড়ার প্রশিক্ষণ কেন্দ্রে তার দল নিয়ে ছিলেন।
আসাদুল্লাহ গালিব এরপর জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রোভার স্কাউটিং ইউনিটের বাকি সদস্যরা হলেন: সহ-সভাপতি মাসুম বিল্লাহ, রাসেল মিয়া ও সজীব মিয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক-কাওসার মিয়া, বেল্টু মিয়া; কোষাধ্যক্ষ অরূপ বৈষ্ণব; সহকারী কোষাধ্যক্ষ : মামুন শেখ, ভান্ডার ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক সুমাইয়া সরকার, সহ-ভান্ডার ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান, আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক : শফিউল আলম সুমন, সহ -আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক : সঞ্চিতা আক্তার, প্রচার-প্রকাশনা ও সভা আহ্বান সম্পাদক- সাগর হোসেন, সহ-প্রচার প্রকাশনা ও সভা আহ্বান সম্পাদক-সুমাইয়া ইসলাম মীম; বই, ব্যাজ ও পোশাক ব্যবস্থাপনা সম্পাদক : রিয়াজুল ইসলাম, সহ-বই, ব্যাজ ও পোশাক ব্যবস্থাপনা সম্পাদক-বাদশা, প্রশিক্ষণ-পিআরএস (পারফরর্মিং রাইটস সোসাইটি-প্রতিপাদন বা করণ অধিকার সমাজ) ও পাঠ্যক্রম সম্পাদক: রিয়া রাণী শীল, সহ-প্রশিক্ষণ, পিআরএস ও পাঠ্যক্রম সম্পাদক : পূর্ণিমা মন্ডল; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : আমিনুল ইসলাম জয়, সহকারী ক্রীড়া ও অনুষ্ঠান সম্পাদক : উর্মি সরকার পূরবী; পানি বিদুৎ ও উদ্যান ব্যবস্থাপনা সম্পাদক : সাইফ উদ্দিন, সহকারী পানি, বিদ্যুৎ ও উদ্যান ব্যবস্থাপনা সম্পাদক : সুরাইয়া শারমিন; কার্যকরী সদস্য : রাশিদুল ইসলাম ও শাহীন মিয়া।
অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম রেজার সঙ্গে বগুড়ায় বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আরো ছিলেন তখন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত রোভার স্কাউট জাহাঙ্গীর আলম, নূর-ই-ইসলাম বাবু ও জহরুল আনিস।
ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটিং ইউনিট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রোভার স্কাউট এবং শারিরীক শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক আবুল কালাম বাদশা।
রোভারদের পিআরএস পদকে ভূষিত এম. এম. কামরুল হাসান, পিআরএস, মাইনুল হাসান মিঠুল, পিআরএস।
আরো ছিলেন বাংলাদেশ স্কাউটসের বগুড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
ছবি : রোভার স্কাউটদের স্বেচ্ছাসেবা কার্যক্রম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ছাত্র, ছাত্রীদের নতুন সভাপতি গাজীউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ পাঠান।
ওএস।