সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের পাশে চবি শিক্ষার্থীরা
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা। বলা হচ্ছে, ১২২ বছরের মধ্যে এরকম বন্যা দেখেনি সিলেটবাসী। সিলেটের বন্যার্ত মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
মানুষের বাঁচার তীব্র আকুতিতে সাড়া দিয়ে চবির সিলেট বিভাগীয় শিক্ষার্থীদের জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন।
রবিবার (১৯ জুন) সকাল থেকে 'সুনামগঞ্জ-সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই' নামে ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পাসভিত্তিক এই ক্যাম্পেইন বর্তমানে অনলাইনেও বেশ সাড়া ফেলেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুকে গ্রুপে প্রচার চালাচ্ছেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে।
সংগঠনটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা সিলেটের শিক্ষার্থী আছি সবাই কাজ করে যাচ্ছি। অনেক শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদস্থ কর্মকর্তা আমাদের সাহায্য করছে। আশা করি আমরা একটি ভালো ফান্ড সংগ্রহ করতে পারব। কয়েকদিনের মধ্যেই আমাদের একটা টিম সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাবে।
'জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' এর উদ্যোগে সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গতদের জন্য ফান্ড কালেকশনের প্রথম দিন ৫৮ হাজার ২৫০ টাকা সংগ্রহ করা হয়। আর দ্বিতীয় দিনের সংগ্রহ ১ লাখ ৮ হাজার ৫০ টাকা। মোট সংগ্রহ ১ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা।
ফান্ড কালেকশন এখনও চলমান রয়েছে। শীঘ্রই জালালাবাদ অ্যাসোসিয়েশনের কয়েক সদস্য বিশিষ্ট একটি দল সিলেট এবং সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছবে।
মানবিক সহায়তায় :
মাসরুর আহমদ (সভাপতি, জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন)
বিকাশ নম্বর: 01750041110
আশীষ দাশ (সাধারণ সম্পাদক, জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন)
বিকাশ ও নগদ নম্বর: 01798013783
এসজি/