হাল্ট প্রাইজের সেরারা পেলেন ক্রেস্ট ও পুরস্কার
লেখা ও ছবি : আতোয়ার রহমান, প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২২’র বিজয়ীদের পুরস্কার দিয়েছে তাদের ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতি অধ্যাপক ও তাদের উপাচার্য ড. সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে পুরস্কারগুলো প্রদান করেছেন।
অতিথি হিসেবে আরো ছিলেন-এই অর্জনের সঙ্গী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ বাকিবিল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনার সহযোগী অধ্যাপক আলভী রিয়াসাত মালিক; সহকারী অধ্যাপক-ব্যবস্থাপনার মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম, রিমন সরকার; স্থানীয় সরকার ও নগর উন্নয়নের মো. রাকিবুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের চন্দনকুমার পাল, সমাজবিজ্ঞানের মো. রিয়াজুল ইসলাম; প্রভাষক-নৃ-বিজ্ঞানের জান্নাতুল নাইওম, মানবসম্পদ ব্যবস্থাপনার সাজন সাহা ।
উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি অন ক্যাম্পাস প্রগ্রাম-২০২২’ আয়োজক কমিটির সদস্য ছাত্র, ছাত্রী, তাদের উপদেষ্টা শিক্ষকরা, বিচারকরা, ক্লাবগুলোর সদস্যরা, স্পন্সর, ফ্যাসিলিটেটর ও আগের বছরের আয়োজক ছাত্র, ছাত্রীরা।
এবারের বৈশ্বিক সামাজিক ব্যবসা ধারণা ‘হাল্ট প্রাইজ’টি বরাবরের মতো বিল ক্লিনটন ফাউন্ডেশন ও বাংলাদেশের ইউনূস সেন্টারের সাহায্যে পরিচালিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোট ২শ ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করেছেন। অন ক্যাম্পাস প্রগামে তারা ৬টি দল সেমিনাইনাল করেছে।
তারা নতুন ব্যবসায় ধারণা, প্রদান, উপস্থাপন ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন কৌশল দিয়েছেন।
সবার সেরা হয়েছে টিম ‘রেসপনডেন্ট’। সেরা দলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মোট ৩ হাজার টাকার প্রাইজ মানি, সার্টিফিকেট ও ক্রেস্ট উপহার দিয়েছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বাকি দলগুলোকেও পুরস্কার দেওয়া হয়েছে-জানিয়েছেন ঢাকা প্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতোয়ার রহমান।
অন্যদেরও দেওয়া হয়েছে সার্টিফিকেট।
এই প্রগ্রামে খুব খুশি হয়েছেন হাল্ট প্রাইজের বিশ্ববিদ্যালয়টির পরিচালক এম.এম. আবু হাইসাম হিমেল। তিনি এই আয়োজনে বক্তৃতাও করেছেন।
প্রতিযোগিতায় তাদের বিজয়ী দলগুলো হলো-চিলপুুরুষ, আরশিলতা, অ্যাংকর, ফ্রাইডে গেজেটস, মটকা আঁচ ও তৈয়ার।
এই প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম সহযোগী ছিল কালের কন্ঠ। বসুন্ধরা গ্রুপের আরেকটি গণমাধ্যম রেডিও ক্যাপিটাল ছিল রেডিও সহযোগী।
আয়োজনের পর ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা নাচ, গান, অভিনয়, আবৃত্তির আয়োজন করেছেন।
ওএস।