অন্তর্ভুক্তিমূলক শ্যামল বাংলা গড়তে চেষ্টা করতে হবে : ড. আতিউর রহমান
বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবি’র ঢাকার বসুন্ধরার স্থায়ী ক্যাম্পাসে এসেছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রগবেষক, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুুুরি কমিশন (ইউজিসি)’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
আইইউবি মিলনায়তনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামনে ড. আতিউর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে ধ্বংসস্তুপের মধ্যে মুক্তিযুদ্ধের নেতা ও স্বাধীন দেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করেছেন। আমাদের তরুণদেরও এই বাংলা গড়ে তোলার জন্য কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও সবুজ শ্যামল বাংলা গড়তে চেষ্টা করতে হবে।’
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর জানিয়েছেন, ‘বিশ্বের বুক থেকে অনেক জাতি হারিয়ে গিয়েছে স্বাধীনতার অভাবে। বাঙালি অনন্য সৌভাগ্যবান, কেননা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান নেতাদের পেয়েছেন। তারা স্বাধীনতার মূল্য বুঝতে পেরেছিলেন।’
আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান বলেছেন, ‘অ্যাকাডেমিকভাবে নির্মোহ আকারে ছাত্র, ছাত্রী ও অধ্যাপকরা যেন বাংলাদেশের এবং সারা বিশ্বের যেকোনো জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন স্বাধীনতার মূল্যকে বুঝতে পারেন, সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করে চলেছে। বাংলাদেশের অভ্যুদয়ের জন্য যাদের অনন্য অবদান আছে, তাদের জানা, বোঝা ও গবেষণার উদ্যোগ আছে আমাদের ক্যাম্পাসে।’
ওএস।