গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির ফরম বিক্রি চলছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রি শুরু হয়েছে ১৫ জুন সকাল ১০টা থেকে। ২৫ জুন টানা ১০দিন সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পযন্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফরম বিক্রি করা হবে বলে জানিয়েছেন ঢাকা প্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুল আহসান ইমন।
তিনি আরো লিখেছেন, ‘গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব-কমিটি ভর্তি ফরম বিক্রি উপলক্ষ্যে এর আগে অনলাইনে একটি জুম মিটিংয়ের আয়োজন করে। তাতে কমিটির প্রধান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম হোসাইন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক অংশগ্রহণ করেছেন।
টেকনিক্যাল সাব কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেছেন, ‘বাংলাদেশের নামকরা ২২টি সরকারী এবং সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামেমাত্র খরচে পড়ালেখা ও মেধা যোগ্যতা প্রমাণ এবং মেধার অসম লড়াই থেকে বাঁচাতে সরকার এই বিশেষ ও ঐতিহাসিক পদ্ধতি প্রবর্তন করেছেন। এইচএসসি পাশ হাজার, হাজার ছাত্র, ছাত্রী বিত্তহীন, নিম্মবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত পরিবার থেকে মোটে একটি আবেদনপত্র কিনে যেখানে তার সুবিধা হবে সেখানে পরীক্ষা দিয়ে যেকোনোটিতে ভর্তি হতে পারবে। লেখাপড়া সম্পন্ন হবে তাদের বিশ্বমানের। ওয়েবসাইট ঠিকানা হলো www.gstadmission.ac.bd.’
কমিটির অন্যতম সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, ‘তাদের দুর্ভোগ ও ভোগান্তি এবং বিদ্যার অসাম্য দূর হবে। আগের বছরগুলোতে বাংলাদেশের এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে তাদের আলাদাভাবে পড়তে হতো, সময় নষ্ট হতো। অর্থের অপচয় ঘটতো। এখন থেকে আর সেগুলো ঘটবে না। তারা প্রস্তুতি গ্রহণের জন্য ও মেধা প্রমাণের ভালো সুযোগ লাভ করবে।’
ওএস।