সুন্দর ক্যালিগ্রাফিতে সাজানো হলো বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র, ছাত্রীদের ক্যালিগ্রাফি, শিল্পকর্ম ও দেয়াল লিখনে নতুনভাবে সেজেছে।
১৪ জুন, মঙ্গলবার, বিকেল থেকে এই কাজগুলো শুরু করেন তারা। ইসলামী ক্যালিগ্রাফির কাজগুলো করেছেন ধর্মভীরু ছাত্র, ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের দেয়ালগুলো, নানা দর্শনীয় স্থানে জায়গা করে নিয়েছে তাদের শিল্পকর্ম।
ঢাকাপ্রকাশ ২৪.কমের সাংবাদিককে তারা বলেছেন, ক্যালিগ্রাফিগুলোতে আমাদের আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা:)’র প্রতি ভালোবাসা প্রকাশ ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রাজন শিকদার, ‘আপামর ছাত্রদের মনে আল্লাহর রাসুলের প্রতি কত ভালোবাসা আছে-এ তারই প্রকাশ। তারা নিজেরা উদ্যোগ নিয়ে, ফান্ড কালেকশন করে, নিজেরাই রাত জেগে কাজের আঞ্জাম করেছে।”
১০ জুন শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের পর সাধারণ ছাত্ররা ভারতে বিজেপির দুই দায়িত্বশীল নেতার আল্লাহর রাসুলের (সা:) চরম অবমাননার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ। উপস্থিত আনুমানিক পাঁচ শতাধিক শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নেন, ‘আর্ট ফর মোহাম্মদ (সা:)’ নামের শিল্পকর্ম প্রদর্শনী করবেন। ফলে চাঁদা তোলা শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের কটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন। এরপর আরো অনেক ছাত্র, ছাত্রী তাদের ডাকে সাড়া দেন। সবাই মিলে ১৫ জুন, গতকাল থেকে কাজ শুরু করেন।
আমাদের প্রতিনিধি জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগ ছাড়াও কটি সংগঠন দেওয়ালে গ্রাফিতি করলেও এই প্রথম ক্যালিগ্রাফি করলেন।
মুদ্ধ হয়ে ছাত্র, ছাত্রীদের কাজ দেখছেন অধ্যাপকরা। তারা সবাই তাদের ধন্যবাদ জানাচ্ছেন।
ওএস।