ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৩ জুন, সোমবার রাত প্রায় সাড়ে ৯ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের পাশের এটিএম বুথের সামনে রাখা ৭১ টিভির একটি কার ভাঙচুর করা হয়েছে।
এরপর এই বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত বলে সংবাদ প্রকাশ করেছে একাত্তর টিভি।
এই ঘটনায় ১১ ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের নেতা এস.এম নূর উদ্দিন হোসাইনকে বহিস্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ ১৬ জুন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেতরের জিরো পয়েছে তাকে বহিষ্কারের প্রতিবাদে সাধারণ ছাত্র, ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
আইনের ১১ ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান হানি করতে ৭১ টিভি একটা প্রপাগান্ডা নিয়ে নেমেছে। আমাদের প্রশাসনের উচিত ছিল, তাদের বিপক্ষে হাইকোর্টে মামলা করা। বারবার এই দাবি জানিয়েছিলাম আমরা কিন্তু জানি না কেন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের অধ্যাপকরা যদি যুগোপযোগী পদক্ষেপ নিতেন তাহলে নূর উদ্দিনের সঙ্গে এই ঘটনা ঘটত না। আমরা বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে পদক্ষেপ নিবে। অন্যথায় আমরা ছাত্র মঞ্চ গড়ে তুলব, হাইকোর্টে মামলা করব ও ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হব।’
আরেকজন ছাত্র মানববন্ধনে অংশ নেওয়া মাসুম বিল্লাহ বলেছেন, ‘আমরা নূর উদ্দিন হোসাইনের বহিষ্কারাদেশের প্রত্যাহার চাই। আজকের এ ঘটনার পেছনে প্রশাসনের ব্যর্থতা রয়েছে। আমিও জোর দাবি জানাই, অতি দ্রুত বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিষয়টির সমাধান করা হয়।’
মানববন্ধনরত শিক্ষার্থীরা অনতিবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবির পাশাপাশি ৭১ টিভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ওএস।