পরীক্ষার হলে ‘ডিউটি’ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
লেখা ও ছবি : ফিচার ডেস্ক
আজ ৩ জুন, বাংলাদেশের অন্যতম সেরা অ্যাকাডেমিক বিশ্ববিদ্যালয় ‘খুলনা ইউনিভার্সিটি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়মানুসারের প্রথম ভর্তি পরীক্ষাটি গ্রহণ করেছে। এই খাতাগুলোও তারাই দেখবেন এবং প্রক্রিয়া শেষে ফলাফল জানিয়ে দেবেন।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অন্যসব উপকেন্দ্র এবং প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সকাল ১১টা থেকে অত্যন্ত কড়াকড়ি, নকল ও র্দুনীতিমুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে। টানা একঘন্টার পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১২টায়।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও অন্য বরেণ্য শিক্ষকরা ডিউটি দিয়েছেন।
তিনি বেলা সাড়ে ১২টায় তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সাংবাদিক ও খুলনার বিভিন্ন গণমাধ্যম এবং স্থানীয় দৈনিকের কর্মীদের বলেছেন, “আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বরাবরের নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা গ্রহণ করেছি। ‘গ’ ইউনিট আজ সম্পন্ন হলো। বাকিগুলোও খুলনা বিশ্ববিদ্যালয় তার নিয়মানুসারে গ্রহণ করবে।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, ‘একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ঐতিহাসিক এবং অত্যন্ত ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। নিসন্দেহে ঢাকায় গিয়ে তাদের পরীক্ষা দিতে কষ্ট হবে। ভোগান্তি, ভয়, উদ্বেগ ও আর্থিক খরচের হাত থেকে লাখ, লাখ ছাত্র, ছাত্রী ও তাদের অভিভাবক, আত্মীয়জনদের এভাবে বাঁচানো সম্ভব হয়েছে। বাকি বিশ্ববিদ্যালগুলোর জন্যও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
‘এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বহু বছর সুফল প্রদান করে যাবে’-জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান।
অধ্যাপক ড. মাহমুদ হোসেন আরো জানিয়েছেন, “আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে উপকেন্দ্র স্থাপিত হলেও নামকরা এই ক্যাম্পাসের সব অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই নিজের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান জানিয়েছেন, ‘আমি আশা করবো, তারা বাকি পরীক্ষাগুলোতেও এভাবে কাজ করে আমাদের সুনাম, যোগ্যতা ও দক্ষতা অক্ষুন্ন রাখবেন এবং ভালো কাজের ভাগিদার হবেন।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো পরীক্ষার ডিউটি দিয়েছেন প্রথম নারী উপ-উপাচার্য রসায়নের অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা।
এই ভর্তি পরীক্ষা কার্যক্রমের ‘ফোকাল পয়েন্ট’ নিযুক্ত হয়েছেন স্কুল অব এডুকেশনের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী ও ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
ভিসি স্যার বলেছেন, ‘নিয়মানুসারে ছাত্র, ছাত্রীদের সংখ্যাধিক্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অত্যন্ত সুন্দর মাধ্যমিক বিদ্যালয় রেভারেন্ড পল হাই স্কুল এবং খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)’র ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আরেকটি জনকল্যাণমুখী কারিগরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হোপ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (এইচপিআই)-এ গ্রহণ পরীক্ষা গ্রহণ করা হবে।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন এরপর জানিয়েছেন, “এই কেন্দ্রগুলোতে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কাল শনিবার ৪ জুন, ২০২২ তারিখে সকাল ১১ টায় কলা অনুষদের বিভাগুলোর জন্য মানবিকের ছাত্র, ছাত্রীদের ‘খ’ ইউনিটের ভতি পরীক্ষা নেওয়া হবে।”
তিনি বলেছেন, “১০ জুন ‘ক’ ইউনিটের ভতি পরীক্ষাও এই কেন্দ্র দুটিতে হবে অন্যদের মতো এমসিকিউ পদ্ধতিতে।”
ওএস।