রাজশাহী উপকেন্দ্রে ভর্তির প্রথম পরীক্ষাটি নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : আসিফ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-‘২২ শিক্ষাবষের অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন অন্য সাতটি সরকারী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভর্তিচ্ছু ছাত্র, ছাত্রীদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েছেন কর্তৃপক্ষ।
ঢাকার বাইরের সাতটি বিভাগীয় শহরের উপকেন্দ্রের মাধ্যমেও বাংলাদেশের প্রধান এই সরকারী বিশ্ববিদ্যালয়টি নিয়মানুসারে তার ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। নতুন এই নিয়মের ফলে বাংলাদেশের সবগুলো বিভাগের ছাত্র, ছাত্রীরা প্রাচ্যের অক্সফোর্ডে পড়ালেখার সুযোগ পাবেন ও তাদের ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে আয় এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সবচেয়ে পুরোনো এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কমকতা ও কমচারীরা।
ঢাকাপ্রকাশ ২৪.কমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এবং অন্যতম বিশ্ববিদ্যালয় সাংবাদিক আসিফ আহমেদ জানিয়েছেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে আজ সকাল ১১টায় এক ঘন্টার ব্যবসায় অনুষদ বা বিবিএ বিভাগগুলোর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।’
এই বিষয়ে তিনি কথা বলেছেন, তার বিভাগের অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের সঙ্গে। প্রিয় ছাত্র সাংবাদিককে শিক্ষক জানিয়েছেন ‘১৮শর বেশি ছাত্র, ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আজ পরীক্ষা দিয়েছে। তাতে আমাদেরও আয় এবং অভিজ্ঞতা অর্জিত হয়েছে।’
অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে আরো বলেছেন, “কাল শনিবার ৪ জুন, ২০২২ তারিখে সকাল ১১ টায় কলা অনুষদের বিভাগুলোর জন্য মানবিকের ছাত্র, ছাত্রীদের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাতে অংশ নেবে মোট প্রায় ৬ হাজার শিক্ষাথী।”
“এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য উপ-কেন্দ্রের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা গ্রহণ করবে ১০ জুন। সেদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে অন্যদের মতো এমসিকিউ পদ্ধতিতে।”
তিনি বলেছেন, “সবগুলো বিভাগের ছাত্র, ছাত্রীদের বিভাগ ও বিষয় বদলানোর অনুষদ ‘ঘ’ ইউনিটের মাধ্যমে ১১ জুন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।”
“সবশেষ ‘চারুকলা অনুষদ’র ভর্তি পরীক্ষার মাধ্যমে এই বিপুল আয়োজন সম্পন্ন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও”-বলেছেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
তিনি শেষে বলেছেন, “বরাবরের মতো মোট প্রায় ২৯ হাজার ছাত্র-ছাত্রীকে এবার রাজশাহীতে আমরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’-এ ভর্তি হবার জন্য পরীক্ষা দেবার ব্যবস্থা করে দিচ্ছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যতম এই কৃতি শিক্ষক জানিয়েছেন, “প্রতিটি ভর্তি ও পরীক্ষার নিয়মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যদের মতো নিবিঘ্নে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং দুই উপাচার্য অ্যাকাডেমি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও শিক্ষা অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভর্তি কমিটি নানা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।”
অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেছেন, “আমরা সবাই এই কার্যক্রমের অংশ। তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কাজলা’ এবং ‘বিনোদপুর’ প্রবেশ ফটক দুটি দিয়ে বিশ্ববিদ্যালয়ে রিকশা, অটো ইত্যাদিতে ছাত্র, ছাত্রীরা ভর্তি পরীক্ষা দেবার জন্য প্রবেশ করছে। তারা সবাই পরীক্ষা শেষে ঘুরে, ফিরে চলে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক দিয়ে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায়ও অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছেন। ফলে তারা নির্দেশ দিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবনগুলোর সংযোগ সড়কগুলোর মধ্যেও যে কোনো ধরণের যানবাহন চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এই চারদিন নিয়মানুসারে ‘মতিহার ক্যাম্পাস’র কোথাও কোনো যান অবস্থান করতে পারবে না।”
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসােইটে কেন্দ্রীয় মসজিদের অনিন্দ্য সুন্দর ছবি।
ওএস।