ঢাকায় উন্নয়ন-ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সেমিনার হলো
রাজধানী ঢাকায় প্রথমবারের মত উন্নয়ন ইতিহাস বিষয়ে আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল)’ ও ‘ওপেন একসেস বাংলাদেশ’ যৌথভাবে আয়োজন করেছে।
বিষয় ‘ডেভেলপমেন্ট হিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ : হোয়াই হিস্ট্রি ম্যাটারস ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিস?’
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সেমিনারটি আয়োজন করা হয়েছে ২০ মে, ২০২২ তারিখে।
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচ তলার সেমিনার রুমে।
প্রধান আলোচক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস ম্যাডিসন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ড. মাইকেল গুবশের।
ড. গুবশের তার তথ্যপূর্ণ আলোচনায় ইতিহাস চর্চার গুরুত্ব ও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো কীভাবে বিভিন্ন ইতিহাসের দায় ধরে রেখে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে, সে বিষয়ে তার সুচিন্তিত বক্তব্য প্রদান করেন।
এনজিও এবং নানা ধরণের প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের উন্নয়নের মাধ্যমে কীভাবে তাদের জীবনমানের উন্নয়ন করা যায়, সে বিষয়েও তিনি আলোচনা করেছেন।
প্যানেল স্পিকার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. মনজুর আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব ও যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মিশু।
তারা অধ্যাপক গুবশেরের বক্তব্যের সূত্র ধরে সুপ্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত বাংলার ইতিহাস, এই জনগোষ্ঠী ও জাতিসত্তার পরিচয় বিশ্লেষণ করেন। এই জাতির সমস্যাগুলো তুলে ধরেন ও সমাধান জানান। একই সঙ্গে ইতিহাসচর্চা কীভাবে দেশ ও সমাজের উন্নয়নে মূল্যবান সে বিষয়ে আলোচনা করেন।
ওএস।