নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ইফতার
লেখা ও ছবি : সাদিদ হক
নোয়াখালীর একমাত্র বিশ্ববিদ্যালয় ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিউ)’র সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। এই উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (এনএসটিউজেএস) ইফতারের আয়োজন করেছে।
প্রধান অতিথি ছিলেন তাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। তিনি সমিতির প্রধান পৃষ্ঠপোষক পদাধিকারে।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক, হলের প্রভোস্টরা, বিভাগের প্রধান, অধ্যাপকরাসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
তারা দীর্ঘ প্রতিক্ষিত ইফতার ও দোয়া মাহফিলটি করেছেন গতকাল ১৩ এপ্রিল, বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের একটি বড় রুমে।
সভাপতি ছিলেন গেল কমিটির সভাপতি আবদুর রহিম। উপস্থাপনা করেছেন এই কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পাঠান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলেছেন, ‘সবসময় মানুষের জন্য সাংবাদিকতা করতে হবে। তেমরা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে কাজ করে চলেছো। তেমাদের অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধারণ করতে, জানতে হবে। সাংবাদিক হিসেবে যেমন, ভালো ছাত্র-ছাত্রী ও মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।’
এরপর ভিসি স্যার সহ অতিথিরা মিলে কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্যদের সম্মাননা স্মারক উপহার দিয়েছেন। কার্যনির্বাহী কমিটি-২০২২’র দায়িদ্বভার হস্তান্তর করেছেন। এই কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।
২৩ মার্চ সমিতির নির্বাচন হয়েছে। ভোটে সভাপতি হয়েছেন আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল কবির ফারহান, সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের মাঈনুদ্দিন পাঠান।
ওএস।