শহীদ শেখ রাসেল হলের লাঞ্চিত প্রভোস্টের পাশে তার শিক্ষক সমাজ
সাবেক ছাত্র এবং ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলম ও তার দলবলের হাতে ছাত্রদের আবাসিক হল দখল ঠেকাতে গিয়ে অপমানের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামান মিয়া। এই সহকারী অধ্যাপকের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ছাত্ররা অন্যদের নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন। এবার তাকে লাঞ্চনার ঘটনায় জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেবার দাবীতে এক হয়েছেন শিক্ষকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অধ্যাপকরা সাধারণ শিক্ষকবৃন্দ’র ব্যানারে আজ সোমবার দুপুর ১২টায় ক্লাসের পর প্রশাসন ভবনের সামনে মানববন্ধনটি করেছেন।
তারা সাদা, কালো শোকের ব্যানারে লিখেছেন-‘অত্র বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক এবং শেখ রাসেল হলের প্রভোস্ট জনাব মো. ফায়েকুজ্জামান মিয়াকে শেখ রাসেল হলে লাঞ্চিত করার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন। স্থান অ্যাকাডেমিক ভবনের সামনে। সময় : সোমবার ১২টা। আয়োজনে : সাধারণ শিক্ষকবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।’
তারা হলের প্রভোস্ট অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়ার সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা করেছেন।
এই বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন ধরে বাড়ানোর কাজ চলছে। আবাসন সংকটের মধ্যে দল ও সিট দখল নিয়ে নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারের সংঘাত প্রায়ই হচ্ছে।
ওএস।