আইইউবিতে পুরস্কার পেলেন গ্রিন জিনিয়াসরা
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)’র পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং ‘গ্রিন প্ল্যানেট’ ক্লাব মিলে ‘গ্রিন জিনিয়াস-৩’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই নিয়ে তৃতীয়বার এই প্রতিযোগিতাটির আয়োজন করলেন তারা। তাদের আয়োজনটির লক্ষ্য-‘ভবিষ্যত প্রজন্মের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সবুজ বিশ্ব গড়া।’ গ্রিন জিনিয়াস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তাতে ছিলেন অংশগ্রহণকারীরা, আইইউবির ছাত্র, ছাত্রীরা; গ্রিন প্ল্যানেটের সদস্যরা, তাদের অভিভাবকরা, আয়োজকরা ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথি হিসেবে গ্রিন জিনিয়াসদের মধ্যে পুরস্কার দিয়েছেন পরিবেশ আইনজীবি সমিতি (বেলা)’র প্রধান নির্বাহি ও বিশিষ্ট পরিবেশ আইনজীবি সৈয়দা রেজওয়ানা হাসান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বিশেষ অতিথি ছিলেন নেভালটি ইনফ্রাস্টাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম।
স্বাগত বক্তব্য দিয়েছেন আইইউবি পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. কে. আয়াজ রাব্বানী।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ও বিদেশের মোট ৫০টির বেশি বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। প্রতিযোগী ছিলেন মোট ৪শ জন। গ্রিন জিনিয়াস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তিনটি ভাগে। পরিবেশ নিয়ে খুব ভালো পরিকল্পনা জমা দিয়েছেন তারা। সেগুলো থেকে বাছাই করে সেরা বিদ্যালয় ও কলেজের ছাত্র, ছাত্রী ২৮ জন পরের ধাপে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন মোট ৩২ জন। তারা তাদের পরিকল্পনাগুলো সিম্পোজিয়ামে পোস্টার আকারে প্রদর্শন করেছেন। তাদের মধ্য থেকে সেরা নির্বাচন করেছেন বিচারকরা। তারা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আমন্ত্রিত অতিথিরা।
‘গ্রিন জিনিয়াস-৩’ স্কুল, কলেজ বিভাগে বিজয়ী হয়েছেন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মহিউদ্দিন সৌরভ। রানার-আপ হয়েছেন ঢাকার স্কলাসটিকা স্কুলের ছাত্রী জায়না ফারিন শাহেদ। তৃতীয় হয়েছেন ঢাকা কলেজের ছাত্র ইয়াফাস ইউশা।
বিশ্ববিদ্যালয় বিভাগে সেরা হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের ছাত্র রিশান আহমেদ। রানার-আপ হয়েছেন নথ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মদ যায়েদ ইকবাল খান। তাদের ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র তন্ময় দাস তৃতীয় হয়েছেন।
আন্তর্জাতিক অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিশেষ পুরস্কার লাভ করেছে মরিশাস ও রুয়ান্ডাতে উচ্চতর বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করা আফ্রিকান লিডারশিপ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরুনা বাঙ্গুরা আন্তর্জাতিক শিক্ষাথীর বিশেষ পুরস্কার লাভ করেছেন।
বেলার প্রধান নির্বাহি বিশিষ্ট আইনজীবি সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন ও পরিবেশকে সংরক্ষণের জন্য বাংলাদেশের ছাত্র, ছাত্রীদের কী, কী ভূমিকা থাকতে পারে আলোচনা করেন। তিনি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়ন কার্যক্রমে ভূমিকা পালনের জন্য গ্রিন প্ল্যানেট ক্লাব, আইইউবিকে ধন্যবাদ দিয়েছেন। তাদের বিভাগের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্মানিত অতিথির বক্তব্যে আইইউবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও আয়োজকদের কার্যক্রমের উচ্ছস্বিত প্রশংসা করেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গ্রিন প্ল্যানেট ক্লাবের উপদেষ্টা এবং আইইউবির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার ইফতেখারুল ইসলাম।
ওএস।