রুয়েট মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পালন করলো বিশ্ব মেকাট্রনিক্স দিবস
‘ওয়াল্ড মেকাট্রনিক্স ডে ২০২২-২৯ মাচ’ জাঁকজমকের সঙ্গে পালন করেছে বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. সজল কুমার দাস। এর আগে রুয়েটের ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম। গবেষণা প্রকৌশলী হিসেবে কাজ করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে। অষ্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি তিনি। রুয়েট রোবোটিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবনের উপদেষ্টা। আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমোশন সোসাইটি-রুয়েটের উপদেষ্টা। সাসটেইনিবিলিটি, এনার্জির আমন্ত্রিত সম্পাদক।
অধ্যাপক ড. সজল কুমার দাস বলেছেন, ‘আমাদের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দিবসটি পালন করা হয়েছে রুয়েট অ্যাকাডেমিক ভবন-৩’র নীচ থেকে। শুরু হয়েছে সকাল ১০ টায়। বেলুন উড়িয়ে আমাদের সব ছাত্র, ছাত্রী; নবীণ অধ্যাপক, নানা বিভাগের অধ্যাপক ও প্রশাসনিক উধ্বতন ব্যক্তিত্বদের নিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।’
‘এরপর মেকাট্রনিক্স দিবসের আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে সব আগ্রহী গবেষক ও ছাত্র, ছাত্রীদের অনেকে। উপাচার্য স্যারের নেতৃত্বে ক্যাম্পাস ঘুরেছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আনন্দ র্যালি। শেষ হয়েছে আমাদের বিভাগের সামনে-অ্যাকাডেমিক ভবন ৩-এ।’
‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র, ছাত্রী; অধ্যাপকরাসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক প্রবীণ ও নামকরা অধ্যাপককে নিয়ে ভিসি স্যার কেক কেটেছেন। আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। ছাত্র, ছাত্রীরা এই সময় খুব খুশি হয়েছে। অনেকে এরপর সেলফি তুলেছে। সারাদিনই চলেছে।’
‘আমাদের ছাত্র, ছাত্রীরা গবেষণায় অত্যন্ত এগিয়ে। নানা ধরণের প্রযুক্তিগত গবেষণা করে চলেছে নিরন্তর শিক্ষকদের নিদেশনা ও সহযোগিতায়। এই প্রকল্পগুলোর এরপর উপস্থাপন করা হয়েছে। বাইরে থেকে অনেকে এসে চমকে গিয়েছেন। অন্যান্য বিভাগের শিক্ষকরাও খুব সাধুবাদ জানিয়েছেন। প্রকল্পের মূল কারিগররা ছিল খুব খুশি। তারা গর্বিত হয়ে সবাইকে দেখিয়েছে তাদের অর্জনগুলো।’
‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগের অর্জনে সন্তোষ ও ভবিষ্যতে এই বিভাগের জন্য প্রয়োজনীয় সব সাহায্য এবং গবেষণাগার তৈরি করে দেবার ঘোষণা দিয়েছেন ভিসি স্যার অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।’
“আমাদের বিভাগের যেসব অধ্যাপকের উচ্চতর ও অত্যন্ত মানসম্পন্ন গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও তাদের পুরস্কার প্রদানের বিশেষ আয়োজনটির নাম ছিল ‘হাই পাবলিকেশনস অ্যাওয়ার্ড’।”
এই তথ্যগুলো প্রদান করা অধ্যাপক ড. সজল কুমার দাস নিজেও অত্যন্ত নামকরা গবেষক। সুনামের সঙ্গে গবেষণা, প্রকাশ ও জার্নাল সম্পাদনা করে চলেছেন।
তিনি বলেছেন, ‘এরপর ভালো ও সেরা ছাত্র, ছাত্রীসহ শিক্ষকদের তাদের পারফরমেন্সে অ্যাওয়ার্ড বা সম্মাননা প্রদান করা হয়েছে।’
‘এই বিভাগটিকে বাংলাদেশের শিল্প ও প্রযুক্তিখাতে অন্যতম অগ্রসর বিভাগ হিসেবে আমার পরিকল্পনা ও ধারাবাহিক কাজের গল্প করেছি আমি সভাপতির আলোচনায়। অন্যরা অংশ নিয়েছেন।’
দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’র মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘বিশ্ব মেকাট্রনিক্স দিবস’ পালনানুষ্ঠান শেষ হয়েছে। ঢাকা প্রকাশ ২৪.কম ছিল এই আয়োজনের মিডিয়া পার্টনার।
ছবি : রুয়েটের বিখ্যাত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও তাদের চেয়ারম্যান অধ্যাপক ড. সজল কুমার দাস উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখকে অনন্য সহযোগিতার জন্য ক্রেস্ট দিচ্ছেন ও তাকে উপহার প্রদান করছেন ভিসি স্যার।